ধূমকেতু প্রতিবেদক : পুস্তক পথ শিরোনামে বিনামূল্যে বইমেলার আয়োজন করে মাইন্ড ক্যাসেল নামের একটি গ্রুপ। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ কে ব্যতিক্রম ভাবে পালন করেন তারা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ের রাস্তায় এ আয়োজন করে গ্রুপটির সদস্যরা। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা থেকে বইয়ের মাধ্যমে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে এমন আয়োজন তাদের।

প্রধান অতিথি উপাচার্য গোলাম সাব্বির সাত্তার জানান, এ ধরনের মহতী উদ্যোগে সবসময় পাশে থাকবেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক বাদশা।
আরও উপস্থিত ছিলেন, মাইন্ড ক্যাসেল গ্রুপের সদস্যরা সৈয়দ সিনদীদ আহম্মদ, তাসনিয়া তুজাহিম অহনা, নাওমি সরওয়ার, মুনিরা মোবাশশিরিন, তাসমিয়া আক্তার প্রাপ্য, শ্রীপর্ণা দাস মিষ্টি, হাসিন আন্জুম, আফিয়া উবরাশমি, উদিতা করিম, তাসনিয়া আলী, আরিফ নেহাদ, আবিদুল উল বারি, তাসনিয়া কুদ্দুস স্নেহা প্রমুখ।
ইউটিউব ভিডিও :
ফেসবুক ভিডিও :


