ধূমকেতু প্রতিবেদক : শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেসরকারী ও মানবাধিকার উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার- লফস দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পক্ষে সংস্থার সদস্যসহ সহযোগি সংস্থার প্রতিনিধিদের নিয়ে নগরীর অলোকার মোড় চেম্বার ভবন এর সামনে থেকে প্রভাত ফেরী করে রাজশাহী ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি ফুলেল তোরা অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়ে।
শ্রদ্ধা নিবেদনকালে শহিদ বেদিতে বীর শহদীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লফস এর কোষাদক্ষ শহিদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য সেকেন্দার হোসেন, স্বাস্থ বিষয়ক সম্পাদিকা পারভীন আরা, প্রোগ্রাম, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মেহেদি হাসান, প্রোগ্রাম এ্যাসিসটেন্ট টুম্পা পাল।
আরও উপস্থিত ছিলেন, বিএনএফ এর সহযোগি সংস্থা নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন, প্রতিবন্ধি সেচ্ছাসেবী সোসাইটির পরিচালক আকবর আলী, এলডিএমএসএস এর সুফিয়া ইমলাম ও ব্রাক এর রাজশাহী’র বিভাগীয় সমন্বয়কারী মোহসিন আলী।
দিবসটি উপলক্ষে লফস এর পক্ষ থেকেও পৃথকভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানা হয়।


