ধূমকেতু প্রতিবেদক, তানোর : খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে একমাত্র খেলাধুলায় পারে মাদক থেকে যুবসমাজ কে দুরে রাখতে তানোর পৌর এলাকার তালন্দ (সমাসপুর) বাজার একতা সংঘ আয়োজিত তালন্দ বাজার মাঠে ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবকদের উদ্দেশ্য যুবসমাজকে এগিয়ে নিতে এ কথা বলেন বিশিষ্ট সমাজসেবক তরুণ আওয়ামী লীগ নেতা আবুল বাশার সুজন।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। বাংলাদেশ থেকে মাদক মুক্ত করতে হলে যুবসমাজেকে খেলাধূলায় মনযোগী হতে হবে। আসুন আমরা মাদককে না বলি সুন্দর সুস্থ জীবন গড়ি।
ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানোর সাব-রেজিস্ট্রি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, তানোর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট।
এছাড়াও পৌর কাউন্সিলর তাছির উদ্দিন, তালন্দ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মিলন, তানোর মহিলা কলেজের প্রভাষক সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণীপেশার ক্রিকেট খেলা প্রেমিরা উপস্থিত ছিলেন।