ধূমকেতু প্রতিবেদক, তানোর : স্ব নির্ভরতার জন্য সহায়তা” ভালনারেবল বেনেফিট (বিডব্লউবি) ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগীদের কার্ড ও খাদ্যশষ্য বিতরণ করেন রাজশাহীর-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধূরী।
বুধবার (১ মার্চ) তানোর উপজেলার চান্দুড়িয়া, সরনজাই ও কামারগাঁ ইউনিয়ন (ইউপিতে) এসব কার্ড বিতরণ করা হয়।
এ উপলক্ষে দুপুরের দিকে কামারগাঁ ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ ওমর ফারুক চৌধুরী।
তিনি বলেন, সারা বিশ্বে খাদ্য ঘাটতি। বিশ্বের মোড়ল আমেরিকায় তিন টির বেশি টমেটো, শসা ও গোলমরিচসহ নানা নিত্যপণ্য কেনা নিষেধ। পাকিস্তানে বেতন ভাতা বন্ধ। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা মূল্যে আপনাদেরকে প্রতি মাসে ৩০ কেজি। আর সবজি কেনার কোন বাধ্যবাধকতা নেই। এটা সম্ভব হচ্ছে বঙ্গকন্যা দেশ পরিচালনার দায়িত্বে আছেন বলে কঠিন মূহূর্তেও দেশের মানুষ শান্তিতে বসবাস করছেন। নেই কোন ধরনের খাদ্য ঘাটতি। বিশাল ভূর্তুকির মাধ্যমে পৌর ও সিটি নাগরিকের জন্য ৩০ টাকা কেজির ওএমএস চাল দিচ্ছে সরকার।
তিনি আরও বলেন, ইউনিয়ন বাসীর জন্য খাদ্য বান্ধব ১৫ টাকা কেজি দরে প্রতিমাসে একজন কার্ডধারী বছরে ৬ মাস ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। মন্দার মধ্যে শুধু বঙ্গকন্যা আছেন বলে দেশ ব্যাপী এসব কার্যক্রম চলছে। আবার লাখলাখ পরিবারের মাঝে ভূর্তুকিতে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। আপনারা চিন্তা করে দেখবেন আওয়ামী লীগ সরকার দেশ ও জনসাধারণের জন্য কি করছে। এতকিছুর পর দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত একশ্রেণী গোষ্ঠী।
ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, কৃষকলীগের উপজেলা সভাপতি রাম কমল সাহা।
এসময় উপস্থিত ছিলেন, সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, ইউপি প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক, ইউপি সম্পাদক সুফি কামাল মিন্টু, ইউপি সদস্য ইউপি যুবলীগ সভাপতি তোফায়েল আহম্মেদ, ইউপি সদস্য লুৎফর রহমান, বকুল হোসেন, মতিউর রহমান, আনিরুল, শফিকুল ইসলাম রাজা, বুলু, সংরক্ষিত ওয়ার্ড সদস্য বেলি বেগম প্রমুখ।
এছাড়াও ইউপির উপকারভোগী ও দলীয় নেতাকর্মী এবং পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকালের দিকে উপজেলার চান্দুড়িয়া ও সরনজাই ইউপি চত্বরে কার্ড বিতরণ করেন এমপি।
কামারগাঁ ইউপির কার্ডধারীর সংখ্যা ৪৫৪, চান্দুড়িয়াতে ২০৭ ও সরনজাইতে ১৭০ জন।


