ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় র্যালি পরবর্তী আলোচনা সভা ও স্মাট এনআইডি কার্ড প্রদানের মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) এর আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।
সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারেরর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম, জোনাব আলী, অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল করিম, আড়ানি পৌর মেয়র মুক্তার আলী, চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।
সভায় ১৮ বছর বয়স হলেই সঠিক তথ্য দিয়ে ভোটার নাম তালিকায় অর্ন্তভূক্ত, সময়ের মধ্যে হালনাগাদ ভোটার তালিকায় নাম সংশোধনী, একাধিক স্থানে ভোটার না হওয়া ও ভোটার সেবা কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে স্মাট এনআইডি কার্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী।
উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, গত ১ বছরে ভোটার বেড়েছে ১২ হাজার ৩৫৭ জন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৪২৬ জন।


