ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালী বের করে উপজেলার বিভিন্ন মোড় প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করা হয়।
জানা গেছে, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম, তানোর থানার তদন্ত কর্মকর্তা উসমান গনি প্রমুখ।


