ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মাদক সেবনের দায়ে ০৩ লিটার দেশীমদসহ নয় জন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন খরখড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার মতিহার থানাধীন বামন শিকর এলাকার ইজার আলীর ছেলে আকতার (৪০) ও মৃত তাহাজ উদ্দিনের ছেলে জাকির আলী (৫০), নারিকেল বাড়িয়া এলাকার মৃত কছের উদ্দিনের ছেলে শামছুল হক (৫০), চন্দ্রিমা থানাধীন মুরশইল এলাকার মৃত জান বক্সের ছেলে মোহাম্মদ আলী (৫৫) ও তানোর থানাধীন বাড়িগ্রাম এলাকার (এ/পি-ছোট বনগ্রাম কৌটাপুকুর) রবুর ছেলে আব্দুল লতিফ (৩৬), বোয়ালিয়া থানাধীন চাকৈট এলাকার (এ/পি-কয়েরডারা) মৃত হায়াত সোনার ছেলে আবুল কাশেম (৫০), চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে হাবিল (৫৫) ও ছোটবনগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন শেখের ছেলে সালাম (৫০), মতিহার থানাধীন বামন শিকর এলাকার ফজল মন্ডলের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।
র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন খরখড়ি গ্রামস্থ খান বাহাদুর গ্রæপের শাহমখদুম মর্ডান রাইচ মিলের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে ০৩ লিটার দেশীমদসহ নয়জন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃত আসামীদের রিরুদ্ধে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।