ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় হিন্দ্র সম্প্রদায়ের “আড়ানী শ্রীমৎ শ্রী কৃষ্ণ প্রসন্ন ক্ষ্যপা বাবার আশ্রম” এর পরিচালক শ্রীমৎ পাগলা বাবা জিতেন্দ্র নাথ চৌধুরী (৭৪) পরলোক গমন করেছেন।
বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় হিন্দ্র শাস্ত্রমতে শেসকৃর্ত শেষে আশ্রমের ভেতররে সমাধিত করা হয়।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় এক মন্দিরে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন।
জানা যায়, ১৯৪৯ সালের ১৫ এপ্রিল নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায় পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৭৬ সালে ধ্বংস প্রায় আশ্রমটির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর প্রচেষ্টায় দেশের বাইরেও নতুন ভাবে পরিচিত লাভ করে আশ্রমটি। স্থানীদের ধারণা মতে প্রায় তিন’শ বছর আগে এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ ও ১৯৯২ সালে সাম্প্রদায়িক হানায় আশ্রমটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ২০০৮ সালের পর থেকে আশ্রমটির সৌন্দর্য্য ফিরে আসে। মৃত্যুর আগ পর্যন্ত আশ্রমটির দায়িত্ব পালন করেন শ্রীমৎ পাগলা বাবা জিতেন্দ্র নাথ চৌধুরী। তিনি সংসার বৈরাগী ছিলেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা হিন্দু বৌদ্ধখ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি (বাঘা-চারঘাট) তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা এবং ভক্তকুলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।