ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সব সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে “মুজিব বর্ষে” জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার (৯ মার্চ) বেলা ১১টার সময় বাকশিমইল উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মোহনপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মহড়া দেয়।
পরে ভূমিকোম্প ও অগিকান্ডে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা-ফাতেমাতুজ-জোহরা।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী আবু বাশির, প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্লা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিতাই চন্দ্র।
এসময় উপস্থিত ছিলেন, এস,আই পারভেজ পলাশ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন।