ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১০ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারী) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ২ জন, বাঘা থানা ২ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে।
তিনি জানান, আটককৃত মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ৪ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে।
এদিকে, বাগমারা থানা পুলিশ শাহিন আলম (৩৮) ও আব্দুল মান্নান (৩৬) কে ২০লিটার দেশীয় চোলাইমদসহ আটক করে এছাড়া ৪৭৫পিচ ইয়াবা উদ্ধার করে।
অন্যদিকে, ডিবি পুলিশ রাজশাহী কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা হতে শ্রী সুপদ চন্দ্রশীল (৩৫) ও আবু তাহের ইসলাম (৩৪) কে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।