ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কানের মেশিন (হেয়ারিং এইড) প্রদান করা হয়। বুধবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসনের লাইব্রেরি কাম মিনি কনফারেন্স রুমে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার ও হেয়ারিং এইড তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল জলিল।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রাপ্ত সহায়ক উপকরণ (হুইল চেয়ার ও হেয়ারিং এইড) শারীরিক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে রাজশাহী জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বিনামূল্যে ৬৩ জন শারীরিক প্রতিবন্ধী ও ০৬ জন শ্রবণ প্রতিবন্ধীর মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন. রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী জেলা সমাজসেবা কার্যালযের উপপরিচালক হাসিনা মমতাজ, রাজশাহী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শরিয়তুল্লাহসহ সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা ও চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।