ধূমকেতু প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শনিবার (১ এপ্রিল) নগরীর সপুরাস্থ মুক্তিযুদ্ধ স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন, সময় টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য গুলবার আলী জুয়েল।

আরও উপস্থিত ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির ও সম্পাদক মাহাবুবুর রহমান।
এছাড়াও ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের বিশেষ রিপোর্টার ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সহ সভাপতি জান্নাতুল মাওয়া সিফা, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের ফটো সাংবাদিক ও রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য শামিম ইসলাম, ফটো সাংবাদিক ফায়সাল হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।