ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দকে বরণ উপলক্ষে পশ্চিম পাড়াস্থ কার্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সভাপতি রাশেদা খালেক মঙ্গল প্রদীপ প্রজ্জালন করে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন এবং শাখার সদস্যবৃন্দ আগুনের পরশমনি ছোয়াও প্রাণে গানটি সমবেত কণ্ঠে গেয়ে উঠেন।
সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন আফরোজা আহমদ, সুমাইয়া খানম, আফরোজা আখতার, প্রফেসর দুলাল রায়।
স্বরচিত কবিতা পাঠ করেন রাশেদা খালেক, বিশিষ্ট আবৃত্তিশিল্পী তাপস মজুমদার, ফরিদা ইয়াসমিন, কল্পনা রায়, শুভ্রা রানি চন্দ।
আগত দর্শক-শ্রোতার মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রফেসর কানাই লাল রায়, প্রফেসর মোহাম্মদ ফায়েক উজ্জামান, প্রফেসর হাসিবুল আলম প্রধান, প্রফেসর রওশন জাহিদ।
সভাপতি রাশেদা খালেক তার বক্তব্যে নতুন বছর আমাদের জন্য শুভ ও আনন্দময় হোক, সাম্প্রদায়িকতার বিনাশ হোক, সকল ধর্ম, শ্রেণি, পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।