ধূমকেতু প্রতিবেদক : পবিত্র মাহে রমজানে ২৫ দিনে ২৫টি ক্লাসে পবিত্র কুরআন শিক্ষা শেষে আজ বাদ যোহর সকল শিক্ষার্থীদের হাতে কুরআন তুলে দেয়া হয়। আশি জন শিক্ষার্থী কুরআন গ্রহণ করেছেন।
মাস ব্যাপী কুরআন শিক্ষা দিয়েছেন আরডিএ মার্কেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আ: রাজ্জাক সাহেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী উলামা কল্যাণ পরিষদের সভাপতি ও সাহেব বাজার বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গনি সাহেব৷
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা নূর মোহাম্মদ, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা জায়েদ, মাওলানা হোছাইন আহমাদ আযমী প্রমুখ।
শিক্ষার্থীদের হাতে কুরআনের সাথে সাথে টুপি, তাসবীহ ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।