ধূমকেতু প্রতিবেদক : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেলে মিয়াপাড়াস্থ বঙ্গবন্ধু পরিষদের কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর নূরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আরিফুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর আবুল কাশেম, কবিকুঞ্জের সভাপতি প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল।
সভায় বক্তারা বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এটি কেউ অস্থায়ী, আবার কেউ প্রবাসী সরকার বলে অভিহিত করেন। এটি বলা সঠিক নয়। আমাদের মনে রাখতে হবে সকল আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। এটি বাংলাদেশের সরকার ব্যবস্থার ভিত্তি।