ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চৌদ্দশত আলেম, উলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের মাঝে ঈদ শুভেচ্ছা ভাতা প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।
বুধবার (১৯ এপ্রিল) বিকাল তিনটায় নগর ভবনের সিটি হলরুমে উলামায়ে কেরামের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী উলামা কল্যাণ পরিষদের সভাপতি ও সাহেব বাজার বড় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবদুল গণি আব্বাসী সাহেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ কাটাখালী মাদ্রাসার মুহতামিম- আল্লামা জামাল উদ্দীন মাহমুদ সন্দ্বীপি, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল- মাওলানা মুকাদ্দাসুল ইসলাম, হেতেম খাঁ জামে মসজিদের খতিব- মুফতি ইয়াকুব আলী, জামিয়া ইসলামিয়া শাহ মখদুম দরগা মাদ্রাসার মুহতামিম- মুফতি শাহাদাৎ আলী, দারুল উসওয়া এর মুহতামিম- মুফতি উমর ফারুক প্রমুখ।