ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে বিভিন্ন দাবী আদায়ের লক্ষে হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা র্যালি, মানববন্ধন ও রাসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর গোরহাঙ্গা গোরস্থান সংলগ্ন স্থান থেকে র্যালি নিয়ে নগর ভবনের সামনে আসেন। সেখানে মুল রাস্তায় দাঁড়িয়ে তারা মানববন্ধন করেন।
পরে তারা বিভিন্ন দাবী সম্মলিত স্মারকলিপি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন।
এসময়ে উপস্থিত ছিলেন, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সম্পাদক জয়িতা পলি, কোষ্যাধ্যক্ষ জুলি, প্রকল্প সমন্বয়কারী রাহমুনা শারমিন সমাপ্তি, হিজড়া গুরু হীরা খান ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও র্যালি ও মানববন্ধনে প্রায় শতাধীক হিজড়া।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠী অত্যন্ত অবহেলিত ও অনাদৃত একটি প্রান্তিক জনগোষ্ঠি। তারা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। ভারত, নেপাল, পাকিস্তান ও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে এই জনগোষ্ঠি বসবাস করছে প্রাচীন কাল থেকে। কিন্তু সর্বদা তাদের প্রতি নেতিবাচক আচরন, লাঞ্চনা ও বৈষম্য এই জনগোষ্ঠিকে পিছিয়ে রেখেছে। তাদের এই অবস্থা থেকে উত্তোরনের জন্য রাজশাহীতে দিনের আলো হিজড়া সংঘ ২০০২ সাল থেকে সরকারের সঙ্গে কাজ করছে।
আরো উল্লেখ করেন, তাদের প্রচেষ্ঠায় ২০১৩ সালে বর্তমান সরকার তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও গত কয়েকদিন পূর্বে পিতার সম্পদে অংশিদারিত্ব নিশ্চিত করে প্রজ্ঞাপন জারী করেছেন। তবে এখনো তাদের অনেক কাজ বাঁকী রয়েছে। যেমন কর্মসংস্থান, সংগঠনের জন্য জমি ও গৃহনির্মানের ব্যবস্থা করা, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা এবং কারিগরী প্রশিক্ষণসহ স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার দাবী জানান এই স্মারকলিপির মাধ্যমে। মেয়র স্মারকলিপি গ্রহণ করেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।