ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী তানোরে উন্নয়ন মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী।
তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার সভাপতিত্বে মাসিক সাধারণ সভায় সঞ্চালনা করেন, তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
বিশেষ অতিথি ছিলেন, তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। সভায় বিভিন্ন দপ্তরের উন্নয়ন ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়।