ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আব্দুল করিম (৪৪)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাঘা থানাধীন মহদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত করিম রাজশাহীর চারঘাট থানাধীন মাড়িয়া শাহপাড়া এলাকার মৃত আকরাম হোসেনের ছেলে।
র্যাব-৫ জানায়, রাজশাহী জেলার বাঘা থানাধীন মহদীপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ করিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১টি সীমকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।