ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা যুবলীগের প্রয়াত সাধারণ সম্পাদক মরহুম খালিদ ওয়াসি কেটুর পিতা আব্দুল ওয়াহাব যমুনা বৃহষ্পতিবার রাত ৮ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আব্দুল ওয়াহাব যমুনার জানাযার নামাজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় হড়গ্রাম ঈদগাহ্ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক সেন্টুসহ পরিবারবর্গ ও মুসল্লিগণ। জানাযা শেষে হড়গ্রাম গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।