ধূমকেতু প্রতিবেদক : প্রবীণ আওয়ামী লীগ নেতা, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মাজদার রহমান সুখি দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে তাঁকে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি অসুস্থ সুখি’র পরিবার ও চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য ইসমাইল হোসেন, মজিবুর রহমান, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক আলীমুল রাজি মিঠু প্রমুখ।