ধূমকেতু প্রতিবেদক : বাণিজ্যিক যানবাহনের আমদানিকারক ও পরিবেশক সুবহানআল্লাহ ট্রেড হাউজের উদ্বোধন করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর সাগরপাড়া বটতলা মোড় সংলগ্ন এলাকায় ব্যাটারী চালিত যানবাহনের আমদানীকারক সুবহানআল্লাহ ট্রেড হাউজ ফিতা কেটে দোয়ার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুন নাহারসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকতা-কর্মচারী প্রমুখ।