IMG-LOGO


× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে কৃষককে পা ভেঙ্গে আহত করার প্রতিবাদে মানববন্ধনমান্দায় অঙ্কে ভুল ধরায় ছাত্রকে পেটালেন শিক্ষকগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা‘অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০কুষ্টিয়ায় পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধারফসিল ফুয়েল ও এলএনজি প্রকল্পে বিনিয়োগ বন্ধের প্রস্তাব পাশের দাবিতে রাজশাহীতে বিক্ষোভএলজিইডির ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান‘গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল’‘প্রবাসীদের সীমিত পরিসরে হলেও ভোটাধিকার দিতে চায় কমিশন’‘ভারতীয় হামলা মোকাবিলায় আমাদের সেনাবাহিনী প্রস্তুত’সুখী দাম্পত্যের ‘রহস্য’ ফাঁস করলেন অভিনেত্রী আনুশকাকানাডায় জাতীয় নির্বাচনে লিবারেল পার্টির জয়দুপুর ১টার মধ্যে দেশের ১৬ জেলায় ঝড়ের আভাসবজ্রপাতে সারাদেশে ১৭ জনের মৃত্যু
Home >> রাজশাহী >> বাঘায় প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট

বাঘায় প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সুসম্পর্ক, সেতু বন্ধন ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যায়ে আয়োজন করা হয়, প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট। নিজেদের সুবাসটা ছড়াতে নিজেরাই এর আয়োজন করেন দাশ সম্প্রদায়। আয়োজন থেকে শুরু করে সবকিছুই করেছেন নিজেরাই। আতিথিয়েতারও কমতি রাখেননি।

শ্রেণী পেশার অগনিত দর্শক খেলার মাঠে উপস্থিত হয়ে উপভোগ করেন ক্রীড়া নৈপুন্য। দলগতভাবে খেলা দেখিয়ে নিজেদের মেলে ধরেন দাশ সম্প্রদায়ের খেলোয়াড়রা। তাদের কেউ কলেজে কেউ হাইস্কুলে লেখা পড়া করে।

শুক্রবার (১৪ জুলাই) দিনব্যাপি খেলায় অংশগ্রহন করে কুষ্টিয়া, নাটোর ও রাজশাহীর দাস সম্পদায়ের ৮টি ফুটবল দল।

দলগুলো ছিল- কুষ্টিয়ার দৌলতপুর, নাটোরের বড়াইগ্রাম, রায়পুর, জৈয়ন্তাপুর, চন্ডিপুর, রাজশাহীর দুর্গাপুর, বাঘার সুলতানপুর, কিশোরপুর পদ্মা ফুটবল একাদশ। সকাল ১০ টায় খেলা শুরু হয়ে ফাইনাল ম্যাচ দিয়ে খেলা শেষ হয় এইদিন সাড়ে ৬টায়। চ্যাম্পিয়ন দল, কিশোরপুর পদ্মা ফুটবল একাদশ ২-০ গোলে আড়ানি ফুটবল দলকে পরাজিত করে। প্রাউজমানি পেযেছেন চ্যাম্পিয়ন দল ৫০০০ (পাঁচ) হাজার টাকা আর রানার্সআপ দল ৩০০০ (তিন) হাজার টাকা। এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোল কিপার, সেরা গোলদাতা ও খেলা সংশ্লিষ্টদের পুরুস্কৃত করা হয়। রাজশাহীর বাঘা উপজেলার কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট খেলার আয়োজন করে, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামের দাশ সম্প্রদায়।

খেলা পরিচালক ওমর ফারুক জানান, সেরা খেলোয়ার ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন-কিশোরপুর ফুটবল দলের আকাশ দাশ ও রীত্তিক দাশ। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন নাটারের বাগাতিপাড়া উপজেলার জৈয়ন্তপুর (চিম্মপুর) ফুটলবল দলের খোকন দাশ। সহকারি পরিচালক ছিলেন-রবিন উদ্দীন ও আলা উদ্দীন। ১০ মিনিট বিরতিসহ খেলার সময় নির্ধারণ ছিল ৫০ মিনিটি।

নাটেরের দূর্গাপুর দলের প্রশান্ত দাশ, রাজশাহীর আড়ানী দলের দ্বীপ দাশ, কুষ্টিয়ার দৌলতপুর দলের নিখিল দাশ তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন, এমন আয়োজনে তাদের সেতু বন্ধন সৃষ্টি হয়েছে।

উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামের চন্দনা রানী দাশ বলেন, এমন আয়োজন শুধু নিজ সম্প্রদায়কেই নয়, ভিন্ন সম্প্রদায়ের মানুষের মনেও আনন্দ যুগিয়েছে। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবখানে।

আয়োজক কমিটির অন্যতম সদস্য ও কিশোরপুর পদ্মা ফুটবল দলের দলীয় ক্যাপ্টেন রতন চন্দ্র দাশ বলেন, নিজেদের যোগ্যতা প্রমানসহ সুসম্পর্ক তৈরি, সন্তানদের আধুনিকতায় রূপান্তর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট’র আয়োজন। উপজেলার প্রত্যান্ত গ্রামে বছরের পর বছর খেলার ঐতিহ্য ধরে রাখতে চান তারা।

পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক ভাদু।

প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু বলেন, ব্যতিক্রমী এ আয়োজন আমাকেসহ ফুটবলপ্রেমী সকল মানুষকে মুগ্ধ করেছে। বাঘা উপজেলা থেকে এমন আয়োজন জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ুক এমন প্রত্যাশা তার।

বিশেষ অতিথির বক্তব্যকালে, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী বলেন, শুধু দাশ সম্পদায়ের নয়,এমন আয়োজনে ভিন্ন সম্পদায়ের লোকজনের সাথেও একটা সুসম্পর্ক তৈরি হল।

বিশেষ অতিথি ছিলেন, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, ইউপি সদস্য ফারুক হোসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news