ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকরা।
এসময় তারা ডা. মিলি, ডা. মুন্না ও ডা. শাহজাদির নিংশর্ত মুক্তির দাবি করে বলেন, জনগণের সেবায় নিয়োজিত চিকিৎসককে অযথা হয়রানি এবং দোষী প্রমান হওয়ার আগে যেন গ্রেপ্তার না করা হয়।
রোববার (১৬ জুলাই) ওজিএসবি ও বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকগণের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এর আয়োজন করা হয়।
গাইনী কনসালটেন্ট ডা. মৌসুমির সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সাজারি কনসালটেন্ট ডা. শহিদুল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকগণ।