ধূমকেতু প্রতিবেদক, গোদগাাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের কান্তপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিভিএ ওয়াকিং গ্রুপের অয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির সহযোগিতায়, কান্তপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভায় প্রধান অতিথি ছিলেন, দেওপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য প্রদিপ এক্কা।
বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরণা চিসিম।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ্বাস ও শ্যামল এইচ কস্তা প্রমুখ। গোদাগাড়ী উপজেলার ছয়টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
সরকার, সেবাদাতা ও সেবাগ্রহীতাদের সম্বনয় ও পারস্পারিক সংলাপের মাধ্যমে সরকারী সেবাসমূহের সহজলভ্যতার ও সেবাসমূহের গুণগতমান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থীরা, ইমাম, পুরোহিত ও সিভিএ ওয়াকিং গ্রুপের সদস্যরা। এসময় বিভিন্ন দিকনির্দশনা প্রদান করা হয়।