ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যেদিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
রোববার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
পরে “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্বোধন’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস, অধ্যক্ষ নছিম উদ্দিন, চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডি.জি.এম) সুবীর দত্ত, সাংবাদিক নুরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সহায়ক কেন্দ্রের অফিসার মুনছুর আলী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার ইমরান আলী।