ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর কেদুরমোড়ের একটি মানববন্ধনকে নিয়ে বিরূপ মন্তব্য করেন বাজে কাজলা এলাকার বাসিন্দা মোহনা মাহি। মন্তব্যকারি মাহি রাজশাহী জজ কোর্টের প্রাক্তন পেসকার আলমগীরের বড় মেয়ে।
উল্লেখ্য, গত শনিবার (২২ জুলাই) হাদির মোড় এলাকার রুবিনা বেগম (৪৮) নামের এক মহিলার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিজেকে ধার নেয়া টাকা থেকে দায়মুক্ত করতে রুবিনা বেগম পূর্বপরিকল্পিতভাবে বানোয়াট ও মিথ্যা তথ্য উপাত্তের বুলি উড়িয়ে সাজানো একটি মানববন্ধনের আয়োজন করেছে বলে দাবি ভুক্তভোগী মোহনা মাহির। পারিবারিক ও স্বজন সংক্রান্ত জরুরী আর্থিক প্রয়োজনের কারণ দেখিয়ে মোটা অংকের অর্থ ধার নিয়ে সেটিকে আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে এই মানববন্ধনের নাটক করছে অভিযুক্ত রুবিনা। টাকা ফেরত দেবার বিপরীতে অভিযুক্ত রুবিনা বেগম তার ছেলে ও অন্যান্য আত্মীয়-স্বজন দিয়ে পাওনাদারকে নিয়মিত হুমকি ধামকি দেবার প্রেক্ষিতে গত ২২-৭-২৩ ইং তারিখে বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মোহনা মাহি।
বিষয়টি থানার এএসআই গোলাম মোস্তফা স্বীকার করে বলেন, এমন একটি লিখিত অভিযোগ থানায় দায়ের হয়েছে। মোট ১ লখ ১০ হাজার টাকার লেনদেন নিয়ে এমন ঘটনা ঘটেছে বলে জানান মাহি।
মাহি আরও বলেন, উক্ত মানববন্ধন কর্মসূচিতে ১৪-১৫ জন মহিলা ছিলেন। যার মধ্যে একাধিক মহিলা ঐ এলাকার চিহিৃত দাদন ব্যবসায়ী। আবার কেউবা সরাসরি মাদক ব্যবসার সাথেও জড়িত।
মাহি বলেন, বাবা দেয়া পাঁচ লাখ টাকা দিয়ে ঢাকা থেকে শাড়ী এনে পাড়ামহল্লার মহিলা ক্রেতাদের কাছে আমি শাড়ি বিক্রি করি। স্বামী সজিব নগরীর একটি স্টিলের ফার্নিচারের দোকানে কর্মচারি। অভিযুক্ত রুবিনার সাথে আমাদেও পারিবারিক সম্পর্ক বেশ ভাল। সেই সুবাদে রুবিনা মাঝেমধ্যেই পারিবারিক কারণ দেখিয়ে আমার কাছে দশ-বারো হাজার টাকা ধার নিতে। নির্দিষ্ট সময়ে টাকা ফেরতও দিত। কিন্তু গত ২৪-০২-২৩ ইং তারিখে বড় ভাইয়ের বাড়ি নির্মাণের কথা বলে মোটা অংকের টাকা ধার চায় রুবিনা। রুবিনার কথানুযায়ী তার ভাইয়ের বাড়ি নির্মাণ প্রায় শেষের দিকে। সামান্য কিছু টাকার জন্য বাড়ির কাজ আটকে আছে। দুই মাস পরেই ভাই অফিস থেকে মোটা অংকের একটি বিল পাবে। বিল পাওয়া মাত্রই ধার নেয়া টাকা তিনি ফেরত দেবে শর্তে আমার কাছে বারবার অনুরোধ করেন। টাকার পরিমাণ বেশি দেখে স্বামীর ভয়ে আমি ধার দিতে রাজি হয়নি। কিন্তু বারবার রুবিনার বিশেষ আকুতি মিনতির পর অবশেষে ব্যাংকের একটি চেক (ধার নেয়া অর্থের সমপরিমাণ অংক বসানো) রুবিনা দিতে রাজি হওয়াতে আমি সামাজিক ও মানবিক কারণে তাকে ১ লাখ ১০ হাজার টাকা ধার দেয়।
পরবর্তীতে যেনো সে অস্বীকার করতে না পারে সেজন্য অনুমতি সাপেক্ষে রুবিনার মুখের কথার ভিডিও ফুটেজ আমার মোবাইলে আমি ধারণ করি। শর্তানুযায়ী দুই মাস পরে অর্থ্যাৎ গেল জুন মাসের ২৫ তারিখের মধ্যেই তার ধার নেওয়া ১ লাখ ১০ হাজার টাকা ফেরত দেবার কথা ছিল। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পরে আমি তাকে ফোন করে ধার নেয়া টাকা ফেরত দিয়ে সিকিউরিটি হিসেবে রাখা তার দেয়া চেকটি নিয়ে যেতে বলি। কিন্তু, রুবিনা নানারকম টালবাহানা শুরু করে। অবশেষে তার বাড়িতে গিয়ে টাকা চাইতে গেলে রুবিনাসহ তার ছেলে ও স্বজনরা মিলে আমাকে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে বিতারিত করেন। টাকা চাইতে গেলে তারা আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারমুখি আচরণ প্রদর্শন ও ভয়ভীতি দেবার দেখানোর প্রেক্ষিতে নিজের নিরাপত্তার কথা ভেবে তাদেও বিরুদ্ধে বোয়ালিয়া থানায় আমি একটি লিখিত অভিযোগ দেই।
রুবিনা খাতুন ধার নেয়া টাকা আত্মসাৎ করার অসৎ অভিপ্রায়ে নিজ এলাকার কয়েকজন মহিলা ও তার স্বজনদেরকে নিয়ে সাজানো ও পরিকল্পিত একটি মানববন্ধনের আয়োজন করে। এবং সেই মানববন্ধনে আমাকে দাদন ব্যবসায়ী হিসেবে উপস্থাপন করা হয়। যেটি আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার পাশাপাশি আমার পরিবারের আত্মসম্মান বিনষ্ট করার অপপ্রয়াস চালানো হয়েছে। আমি যদি সুদ কারবারি হতাম, তাহলে রুবিনা বেগমকে আমি যে পরিমাণ টাকা ধার হিসেবে দিয়েছিলাম তার বিপরীতে সিকিউরিটি হিসেবে জমা রাখা চেকের পাতায় লাভসহ টাকার পরিমাণ বসিয়ে আমি টাকা ধার দিতাম। কিন্তু, যেহেতু আমি সামাজিক ও মানবিক কারণে তাকে ১ লাখ ১০ হাজার টাকা ধার হিসেবে দিয়েছিলাম, তাই চেকের পাতাতেও ধার দেয়া টাকার পরিমাণই তিনি বসিয়েছেন। আমার টাকা আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে রুবিনা বেগম সাজানো একটি নাটকের মাধ্যমে সমাজ ও প্রশাসনের কাছে আমাকে গেয় প্রতিপন্ন করেছেন মানববন্ধন করার মধ্য দিয়ে।
মাহি আরও বলেন, রুবিনা খাতুন যদি সত্যি সত্যি দাদন ব্যবসয়ীদের বিপক্ষে অবস্থান নেন তাহলে সেটি সমাজের সকলের জন্যই কল্যাণকর বিষয় হতো। কিন্তু, তার দ্বারা আয়োজিত সেই মানববন্ধনে উপস্থিত ছিল বেশ কয়েকজন চিহিৃত সুদ কারবারি। এছাড়াও আরো উপস্থিত ছিল চিহিৃত মাদক ব্যবসা ও জুয়ার বোর্ড পরিচালনাকারি পরিবারের লোকজনও ! তার মানববন্ধনে এমন ধরনের মানুষের উপস্থিতির বিষয়টি স্পষ্টই প্রমাণ কওে রুবিনার অসৎ অভিপ্রায়ের বিষয়টি। উক্ত মানববন্ধনে এলাকার সুদ কারবারি ও মাদক ব্যবসায়ীদের উপস্থিত থাকার বিষয়টি প্রমাণ করে যে, তাদের সাথে রুবিনার রয়েছে ঘনিষ্টতা।