ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জুলাইমাসে ১২ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।
লফসের সূত্র মতে জুলাই মাসে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের চিত্র :
নগরীতে ঈদ সেলামী দেওয়ার কথা বলে আনিকা (৮) নামে এক শিশু কে ধর্ষণের পর হত্যার অভিযোগ, তানোর উপজেলায় এক বাকপ্রতিবন্ধী শিশু (১৩) কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে নিয়ে গিয়ে রাতভর পাশবিক নির্যাতনের অভিযোগ, বাঘায় এক তরুণীকে অপহরণের চেষ্টা, আয়েশা বেগম (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, নগরীতে লাইলী নামে এক নারী কে তার নিজ বাড়িতে স্বামীর সহযোগিতায় স্বামী সহ তার বন্ধুরা মিলে ধর্ষণের অভিযোগ, নগরীতে মনিরা খাতুন নামে এক নারীকে মারধর করে তার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
মোহনপুরে আশারুপি বিবি (৩৭) নামে এক বিধাব নারী জমির জবর দখল ও কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে চুরির অভিযোগ, বাঘা উপজেলায় রানী আফরোজ (২৫) নামে এক নারীর বাড়িতে মধ্য রাতে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ, দুর্গাপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পুঠিয়াতে নাতিবৌকে ঘুমের ঔষধ খাওয়াযে ধর্ষণের অভিযোগ নানার বিরুদ্ধে, গোদাগাড়ীতে নাজমা খাতুন (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে নিহতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, তানোর উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার চেষ্টা।
এ ব্যাপারে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তিনি আরও বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।