ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহ্ফিল-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বার্ষিক মিলাদ কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা ও এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা।
সমন্বয়ক ছিলেন, পরিসংখ্যান বিভাগের সহাযোগী অধ্যাপক মোজাফফার হোসাইন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারি ও এইচএসসি পরীক্ষা-২০২৩ এর পরীক্ষার্থীরাসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অধ্যক্ষসহ সকলে ১৭/০৮/২০২৩ খ্রি. তারিখ হতে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অধ্যক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা এবার সাফল্যের সহিত শতভাগ উত্তীর্ণ হবে।
শেষে কাউসার হুসাইন, সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, রাজশাহী পবিত্র কোরআন-হাদিসের বিধি-বিধান অনুসারে জীবন পরিচালিত করার ব্যাপারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন ও এইচএসসি পরীক্ষার্থীরাসহ সকলের উদ্দেশ্যে দোয়া মাহফিল পরিচালনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আলমাছ উদ্দিন।