ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজের এডুকেশন ক্যাডার্স লাউঞ্জে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৩ এর প্রস্তুতি বিষয়ে এক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। অধ্যক্ষ বলেন, “রাজশাহী সরকারি মহিলা কলেজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৩ এর সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আমরা শিক্ষার্থীদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত।”
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৩ কমিটির আহ্বায়ক মোজাফফার হোসাইনসহ সম্মানিত সকল বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।