ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ অত্যন্ত ভাব গাম্ভীর্যের সহিত উদযাপিত হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯ ঘটিকায় সি এন্ড বি এর মোড়ে বাংলাদেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অতঃপর সকাল ৯:৩০ ঘটিকায় বিদ্যালয় ভবনে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু কেন্দ্রিক আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় বঙ্গবন্ধু কেন্দ্রিক আলোচনা সভা, যথাযথ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ড. রুহুল আমিন, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথি ছিলেন, ড. এ এইচ এম তাহমিদুর রহমান, অধ্যাপক, চারুকলা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম এ মান্নান খান।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শাখা প্রধানদয়, শিক্ষার্থী, অভিভাব এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আরো অনেক শুভানুধ্যায়ীগণ।
আয়োজনে প্রধান অতিথি সহ অন্যান্যরা বঙ্গবন্ধুর উপর তথ্যবহুল ও জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন এবং শিক্ষার্থী ও শিক্ষকগণ বঙ্গবন্ধু কেন্দ্রিক যথাযথ সাংস্কৃতিক পারফরম্যান্স পরিবেশন করেন।
পরিশেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজন শেষ করা হয়।