ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে বারানই কফি হাউজের মালিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর আহত রায়হান রানা (২৭) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রোববার (২০ আগষ্ট) দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
জানা যায়, দুর্গাপুর উপজেলার পুরানতাহিরপুর পান বাজারে পুরানতাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি রয়েছ। বিদ্যালয় কর্তৃপক্ষের নিকট থেকে গত ১লা আগষ্ট হতে আগামী ১ বছরের জন্য লিজ নিয়ে সেখানে বারানই কফি হাউজ নামক একটি প্রতিষ্ঠান শুরু করছে পুরানতাহিরপুর গ্রামের জাহিদ হাসান, রায়হান রানা, সুমন সরকার নামের স্থানীয় কয়েকজন শিক্ষিত বেকার যুবক।
শিক্ষিত বেকার যুবকরা নিজেদের বেকারত্ব ঘুচানোসহ এলাকার অন্যান্য শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্দ্যেশ্যে বিদ্যালয়ের জায়গাটি লীজ নিয়ে সেখানে বারানই কফি হাউজ নামে একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। কফি হাউজের জায়গা সংকুলন না হওয়ায় কফি হাউজের মালিকগন বিদ্যালয়ের নিকট থেকে অপর লীজ গ্রহিতা আহসান হাবিবের সাথে কথা বলে তার লীজ নেওয়া জায়গাটিও কফি হাউজের কাজে ব্যবহার করার জন্য ডেকোরেশনের কাজ শুরু করে জাহিদ হাসান, রায়হান রানা, সুমন সরকার। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের উদ্দ্য্যেশে তৈরী করা কফি হাউজ করতে বাঁধা সাদে ওই এলাকার মিঠু, টিটু, ফিটু, রাজু সাজু বাহিনী।
কফি হাউজের যুবকদের কাছে তার লীজ নেওয়া জায়গা গত ১৯ আগষ্ট শনিবার মোহনগঞ্জ বাজারের তিন রাস্তার মোড়ে কফি হাউজের যুবকদের কাছে তার লীজ নেওয়া জায়গা কেন দেওয়া হয়েছে বলে লীজগ্রহিতা আহসান হাবিবের ছোটভাই বিপ্লব হোসেনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে মিঠু, টিটু, ফিটু, রাজু সাজু বাহিনীর সাঙ্গপাঙ্গরা। এক পর্যায়ে মিঠু, টিটু, ফিটু, রাজু ও সাজু লীজগ্রহিতা আহসান হাবিবের ছোটভাই বিপ্লব হোসেনকে এলাপাথারিভাবে মারপিট করে জীবন নাশের হুমকি দেয়।
একই ঘটনার জেরধরে ২০ আগষ্ট রবিবার ওই মিঠু, টিটু, ফিটু, রাজু সাজু সহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বারানই কফি হাউজের মালিক রায়হান রানা (২৭) এর ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। তাকে চোখ মূখে বেধম মারপিট করে এতে চোখ মুখসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে গুরুতর আহত করে এবং এবিষয়ে কোন পদক্ষেপ নিয়ে খুন ও গুম করার হুমকি দেয় এলাকার মিঠু, টিটু, ফিটু বাহিনী। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রায়হান রানার চোখের অবস্থা খুব খারাপ বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বর্তমানে মিঠু, টিটু, ফিটু বাহিনীর অব্যাহত হুমকির মূখে প্রানভয়ে পালিয়ে বেড়াচ্ছে বারানই কফি হাউজের মালিক পুরানতাহিরপুর গ্রামের জাহিদ হাসান, রায়হান রানা, সুমন সরকার ও অপর লিজগ্রহিতা আহসান হাবিব।
এ ঘটনায় ২১ আগষ্ট সোমবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রায়হান ইসলাম।
এবিষয়ে দুর্গাপুর তানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, পুরানতাহিরপুরের বিদ্যালয়ের জায়গা লীজ নেওয়ার ঘটনায় মারামারি হয়েছে। এঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।