ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চার দফা দাবীতে মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত।
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
দাবীগুলো হলো :
১. অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই।
২. এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা।
৩. কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ চাই।
৪. বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর শিক্ষার্থী রমজানুল মোবারক সায়েম, নূরে আলম সিদ্দিকী কনক, দেলোয়ার হোসেন।
এসময় মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।