IMG-LOGO

বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে : লিটনরাসিকের পরিচ্ছন্ন, বিদ্যুৎ ও পরিবেশ শাখার সাথে মতবিনিময়মহাদেবপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভাঋণ পরিশোধে ব্রাজিলের ফুটবল তারকার বাড়ি নিলামেবাকির মৃত্যুতে আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের শোকদ্বিতীয় ধাপে ২৯টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসিযুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার জরিমানা করলো ইরারে আদালতমহাখালীতে ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ ৭শরীয়তপুরে ভারতীয় দুই বন্দির মরদেহ ১১ মাস ধরে হিমঘরেচাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১৭ জানুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না : লিটনতানোরে প্রতিপক্ষকে ফাঁসাতে ধানের গাদায় আগুনফুলবাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৫ জয়িতাকে সম্মাননাঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্যা ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ ওয়াদুদুরইসলামী শিক্ষা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
Home >> রাজশাহী >> তানোরে গ্রামীণ কালভাটে ভাঙ্গন, ঝুঁকিতে জনসাধারণ

তানোরে গ্রামীণ কালভাটে ভাঙ্গন, ঝুঁকিতে জনসাধারণ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভার গোকুল গ্রামে প্রবেশের রাস্তার কালভাটে ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তানোর টু তালন্দ মুল সড়ক সংলগ্ন গোকুল গ্রামে যাওয়ার রাস্তায় ঘটে রয়েছে ভাঙ্গনের ঘটনাটি। এমন ভাবেই ভেঙ্গেছে তিন চার চাকার ছোট যান চলাচলও করতে পারছেনা। এতে করে চরম ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে চালকদের। ফলে কালভাটটি দ্রুত মেরামত করা না হলে ভয়াবহ দুর্ঘটনার আশংকা করছেন গাড়ী চালকরা।

সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার তানোর টু তালন্দ রাস্তার চাপড়া ব্রীজ পার হয়ে গোকুল গ্রামে যাওয়ার রাস্তা। মুল সড়কের পূর্বদিকে গোকুলগ্রাম। গ্রামে রয়েছে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা। তালন্দ থেকে আসার পথে গোকুল গ্রামে প্রবেশের রাস্তায় যানজট দেখা যায়। একব্যক্তি চার চাকার মাইক্রো নিয়ে গোকুল গ্রামে যাওয়ার জন্য মাইক্রোটি পার করার চেষ্টা চলছিল। কিন্তু পার করতে পারছেনা। বেশ কিছু সময় চেষ্টার পরে গাড়িটি পার হয়। এর ফাঁকেই তিন চাকার ভ্যানগাড়ী আটকে যায়। কার্লভাটের দক্ষিণ দিক থেকে ভাঙ্গন সৃষ্টি হয়ে কয়েক হাত চলে গেছে এবং ভাঙ্গতেই আছে।

একাধিক চালকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক দিন ধরে অল্প পরিমান ভেঙ্গে ছিল ওই সময় মেয়র ইমরুল কে অবহিত করে ছিলাম। কিন্তু এত দিনেও কোন গুরুত্ব দেন নি। যার ফলে ভেঙ্গে ভেঙ্গে বড় আকার ধারণ করেছে। বর্তমানে কালভাটটির অবস্থা এতই ভয়ানক পার হতে ভয় লাগছে। আর রাতের অন্ধকারে ভয়ে কেউ যায় না। তালন্দ বাজার দিয়ে অনেক ঘুরে আসতে হচ্ছে। গ্রামে হাজার হাজার পরিবারের বসবাস। রাতে কোন রোগীকে ইমারজেন্সি ভাবে কালভাট দিয়ে পার করা যাবেনা। অথচ তালন্দ স্কুল সংলগ্ন সার ব্যবসায়ী বাবুর বাড়ির দক্ষিণে মাটির রাস্তায় অযথা কালভাট নির্মাণ করেছে পৌরসভা থেকে।

তিনি আরও বলেন, মাটির রাস্তা বোরো ধান উত্তোলনের সময় যান চলাচল করে। এখন বোরোর আবাদ নেই অযথা নির্মাণ করে বসে আছে। আর গোকুল গ্রামের কার্লভাটের রাস্তা দিয়ে শিক্ষক শিক্ষার্থীসহ হাজারো মানুষের চলাচল ও শতশত যান চলে প্রতি নিয়তই। এত গুরুত্বপূর্ণ রাস্তার কার্লভাট নির্মাণ না করে কেন মাটির রাস্তায় কালভাট নির্মাণ করলেন, কার ইশারায় মেয়র এসব অজায়গায় উন্নয়ন করছেন বুঝে আসে না এমন নানা প্রশ্ন বিরাজ মান । সপ্তাহে বুধবার ও রবিবার তালন্দ হাট এবং শুক্রবার, মঙ্গলবার গোল্লাপাড়া হাটের দিন। মঙ্গলবার হাটের দিনে বেশ কয়েকটি তিন চাকার ভ্যান বিকল হয়ে পড়েছে।

ওই ওয়ার্ড কাউন্সিলর প্রবীন ব্যক্তি নাজিমুদ্দিন বলেন, গোকুল গ্রামের রাস্তার প্রবেশদ্বারের কালভাটটির অবস্থা খুবই খারাপ। আমি মেয়রকে বলেছি, কিন্তু তেমন ভাবে গুরুত্ব দিচ্ছেনা। আমি ব্যক্তিগতভাবে হলেও অল্প কয়েকদিনের মধ্যে চলাচলের ব্যবস্থা করে দিব।

পৌর মেয়র ইমরুল হক জানান, নতুনভাবে কালভাটটি নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে। অল্পদিনের মধ্যেই কাজ শুরু হবে এবং আগামী জুনের মধ্যে পৌরসভার কোন রাস্তা মাটির থাকবে না, সব রাস্তা পাকা করা হবে, ড্রেন কালভাটের কোন সমস্যা থাকবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news