ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সরকারি মহিলা কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণের সমন্বয়ে কলেজের নতুন মিলনায়তনে অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়।
বুধবার (৩০ আগস্ট) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, একাদশ ভর্তি ও পরীক্ষা কমিটি-২০২৩ এর আহ্বায়ক প্রফেসর শামসুজ্জোহাসহ সম্মানিত সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।
এসময় অধ্যক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যতে ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে অভিভাবকগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেন এবং ভাল ফলাফল করে কলেজকে নারী শিক্ষার ক্ষেত্রে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি, পড়াশুনায় মনোযোগী এবং দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।