ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর আবাসন ব্যবসায়িদের সংগঠন (রেডা)র নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আরএমপি সদর দপ্তরে পুলিশ কমিশনারের দপ্তর কক্ষে সাক্ষাৎ করেন তারা।
এসময় আরএমপি কমিশনারের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন রেডা নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে ব্যবসায়ি নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের সমস্যা ও সমাধানে আরএমপি কমিশনারের সহায়তা চান। জবাবে আরএমপি কমিশনার জানান, প্রকৃত ব্যবসায়িরা কখনোই নিজের লাভ চিন্তা করবে না। আগে ক্রেতার সন্তুষ্টি তার পরে নিজের লাভ। পেশাদারিত্বের অভাব থাকলে ঝামেলা হবে। সময় মত হস্তান্তর করতে পারলে কোন সমস্যা হবেনা। এ বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে। তিনি নিয়ম মেনে ব্যবসা করার জন্য সকলকে আহ্বান জানান। সাক্ষাৎকালে ব্যবসায়িদের পাশে থাকার বিষয়টি উল্লেখ করেন আরএমপি কমিশনার।
এসময় উপস্থিত ছিলেন, রহমান ডেভেলপার্সের ম্যানেজিং পার্টনার তৌফিকুর রহমান লাভলু, আল আকসা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী, রেড ব্রিক এর ব্যবস্থাপনা পরিচালক মেসবাউল বারী সওদাগর, এমকেএইচ এর ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।