ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘শেয়ারিং অব লার্নিং অন মোবাইল আউটরিচ সার্ভিস মেকানিজম এন্ড এ্যাডভোকেসি ওয়ার্কশপ-২০২৩’ অনুষ্ঠিত।
রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর শালবাগানস্থ সমাজসেবা অধিদপ্তরের সেমিনার কক্ষে ক্যারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। তিনি প্রতিটি কাজে জনপ্রতিনিধিদের সাথে কাজের সম্বন্বয় ঠিক রাখার আহ্বান জানান। কারিতাস মাঠ পর্যায়ে কাজ করে থাকে সেজন্য ধন্যবাদও জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক বায়োজিদ, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আলম আলী, রাসিকের ১৯,২০,২১ জোন কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা।
বক্তারা বলেন, মোবাইল আউট রীচ প্রকল্পের আওতায় বিনামূল্যে যুব ও যুবতিদের বুটিক শিল্প, কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হয়। পাশাপাশি অসহায়-দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সামাজিক সচেতনতা মূলক কাজ করছে বাংলাদেশ কারিতাস রাজশাহী অঞ্চল।
এসময় উপস্থিত ছিলেন, কারিতাস রাজশাহী অঞ্চলের ইনচার্জ (ডিএম) অসীম ক্রুঞ্জ, কারিতাস রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা (এমওপি) বাবুলাল তিরকীসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও কমিউনিটি পর্যায়ের প্রতিনিধিগণ।
এ প্রকল্প বাস্তবায়িত হলে গ্যাপগুলো চিহ্নিত হবে এবং এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও অরক্ষিত জনগণের দূভোর্গ কমবে বলে ও আশাবাদী তিনি। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে পহেলা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭টি পরিকল্পনা গ্রহণ করেছেন তারা।