ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পদ্মায় ডুবে নিয়াজ সরকার (৭) নামের এক শিশু মারা গেছে।
বাদ আছর (সাড়ে ৫টা) চাঁদপুর গোরস্থান মাঠে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়েছে। সে উপজেলার ব্যাঙগাড়ি গ্রামের বাসিন্দা, সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলামের বড় ছেলে, পলাশী ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তাজিজুল ইসলাম (নাহিদ)’র একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে পদ্মার পাড়ে খেলা করার এক পর্যায়ে পা ফসকে পদ্মার পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।