ধূমকেতু প্রতিবেদক : মেকানিকাল সেমিনার রুমে রুয়েট আইপিই ক্লাবের আয়োজনে রোড শো অফ Digital Khichuri Challenge রাজশাহী কো-হর্ট স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে রুয়েটে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) Digital Khichuri Challenge হল একটি মর্যাদাপূর্ণ জাতীয় প্রতিযোগিতা UNDP এর সাথে অংশীদারিত্বে Royal Norwegian Embassy, ICT Divisionএবং Bangladesh Computer Society.
অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন, চকবোর্ড কমিনিউকেশনে লিমিটেডের সিইও শাহরিয়ার রহমান বাবলা। তিনি উপস্থিত শিক্ষার্থীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে অবগত করেন।
এই কো-হর্টে ডিজিটাল Digital Khichuri Challenge কি, কিভাবে পার্টিসিপ্যান্ট করবে, কোথায় হবে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ক্লাব পার্টনার হিসেবে ছিলো সোসাইটি অফ প্রসেস ইঞ্জিনিয়ারস রুয়েট, নিরব এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল রেডিও রুয়েট।