ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় ভূউপরিস্থ পানি শৌধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সুলতানগঞ্জে প্রকল্পের ভিত্তিপ্রস্থার করেন রাজশাহী-১ সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ।
আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক নাসিমুল ইসলাম প্রমুখ।
২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তাবায়ন করছে জনস্বাস্থ্য অধিদপ্তর। পদ্মা নদী থেকে পানি উত্তোলন করে শোধনাগারের মাধ্যমে পৌরসভায় বিশুদ্ধ পানি সরবাবরহ করা হবে।
প্রধান অতিথি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, পৌর বাসীর পানির যচাহিদা পূরনে যুগান্তকারী পদক্ষেপ হিসাবে এ ওয়াটার ট্রীটমেন্ট প্লান্ট নির্মাণ করা হচ্ছে যা শোধনের মাধ্যমে পানি সরবরাহে মানুষের দোড় গোড়ায় পৌছে যাবে। আর এ জন্য বর্তমান সরকার একের পর এক শহর থেকে গ্রাম পর্যন্ত দৃশ্যমান কাজ করে যাচ্ছে।
এদিকে ভূপুষ্ঠস্থ পানি শোধনাগারের সার সংক্ষেপ তুলে ধরেন গোদাগাড়ী পৌর মেয়র অয়েজউদ্দীন বিশ্বাস বলেন, বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ২২ কোটি টাকা ব্যয়ে ভিত্তি প্রস্তর স্থাপন হলো। কাজটি শেষ হলে বিশুদ্ধ পানি পাবে পৌরবাসী। এই প্রকল্পের আওতায় পানির পাইপ লাইন স্থাপন করা হবে। সমগ্র পৌরবাসীকে আরও বিশুদ্ধ পানি সেবাসহ নানা উন্নয়ন প্রকল্পে চলমান আছে।