ধূমকেতু প্রতিবেদক, বাঘা : ইঞ্জিন চালিত ভ্যানে চড়ে বাঘা দিঘির পাড়ে বৃক্ষরোপন কর্মসূচিতে যোগদেন পররাষ্ট্র প্রতি মন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
রোববার (১৭ সেপ্টেম্বর) ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটির আয়োজনে ও রোটারি ক্লাব, জাপান এর সহায়তায় অধ্যাপক ড. আব্দুস সালাম এর সভাপতিত্বে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বৃক্ষরোপন করেন প্রতিমন্ত্রী।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার, আওয়ামী লীগ নেতা ও সংগঠনটির নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন।
এর আগে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, চলতি অর্থ বছরের বাজেটে স্থানীয় সরকার বিভাগকে অনেক বরাদ্দ দিয়েছে সরকার। এতে স্থানীয় সরকার বিভাগের সক্ষমতা বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার যতো শক্তিশালী হবে দেশের উন্নয়ন ততো বেশি হবে। এই মেলার মাধ্যমে স্থানীয় সরকার লোকজনকে কিভাবে সেবা দিচ্ছে সেটাও তুলে ধরতে হবে। এতে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক দায়বদ্ধতা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, দেশে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তথ্য প্রযুক্তি ও কৃষিসহ বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আথতার।
আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জুনাব আলী প্রমুখ।
এর আগে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দদীন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির, সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু।
আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আনোয়ার হোসেন মিলটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব প্রমুখ।