ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় দিন দুপুরে খাকচার আলী (৪০) নামের এক সাইকেল মেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার দিঘা বাজারে নিজ দোকানে তাকে হত্যা করা হয়। সে দিঘা হিন্দুপাড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
নিহতের বড় ভাই কাইছার আলী হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার ভাই খাকচার আলী দিঘা বাজারে বাই সাইকেল মেরামতের কাজ করে। রোববার দিঘা বাজারে এসে কাজ করছিল। দুপুর আনুমানিক ১টার দিকে অজ্ঞাত দুস্কৃতিকারিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার লাশ দোকানের ভেতরে ফেলে রেখে যায়। স্থানীয়দের মাধ্যমে হত্যার বিষয়টি জানতে পারেন তিনি। কিছু জানতে পারিনি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান, তাৎক্ষনিক হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে হত্যার রহস্য জানার চেষ্টা করছি।