ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরশা হতে আচিনঘাট পযন্ত কার্পেটিং পাকা রাস্তা উদ্বোধন করেন এমপি আয়েন উদ্দিন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সূধীজনদের উদ্বোধন অনুষ্ঠিত হয়। বাস্তবায়নে এলজিইডি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পবা-মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হযরত আলী, উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন, সোলিম উদ্দিন, ছাত্রলীগের সভাপতি বাবর আলী প্রমুখ।