ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে প্রকল্প অবহিত করণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বেসরকারী উন্নয়ন সংস্থা রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে দেওপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে নতুন প্রকল্পের প্রারম্ভিক সভায় দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেলের সভাপতিত্বে সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রস্তাবিত কর্মসূচীসমূহ, সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে কর্মসূচীর সম্পর্ক প্রভৃতি বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর।
সভা পরিচালনা করেন, নৃপেন্দ্রনাথ মাঝি। সভায় ইউনিয়ন পরিষদ সদস্য, সচিব, এলাকার বিশিষ্টজন ও উপকাভোগী গ্রামসমূহের নারী-পরুষ সভায় অংশগ্রহণ করেন।
এর আগে পাকড়ী ও রিশিকুল ইউনিয়ন পরিষদ প্রকল্প ন প্রারম্ভিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনিমেটর লিপি টুডু ও সুধা টপ্প্য।