ধূমকেতু প্রতিবেদক : রোটারেক্ট ক্লাব অব রাজশাহী কলেজ ও ২০টি রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘Youth Connect’ শিরোনামে ইয়ুথ লিডারশিপ সেমিনার-০২ রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
(৩০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ওলিউর রহমান, উপাধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী ও রোটা. পিপি.প্রফেসর ড. আফরাজ জামান খান চৌধুরী পিএইচএফ, লেফটেন্যান্ট গভর্নর, আরআইডি-৩২৮১, বাংলাদেশ।
সম্মানিত অতিথি ছিলেন, রোটা. ড. আমিনুল ইসলাম পিএইচএফ, সভাপতি, রোটারি ক্লাব অফ পদ্মা, রাজশাহী, রোটা. মেরাজ শেখ, সভাপতি, রোটারি ক্লাব অব রাজশাহী, রোটা. শরিফুল ইসলাম, সভাপতি, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী, রোটা ড. হেমায়াতুল ইসলাম আরিফ, সভাপতি, রাজশাহী কেন্দ্রীয় রোটারি ক্লাব, রোটা মিজানুর রহমান, সভাপতি, রোটারি ক্লাব অফ রাজশাহী শাইনিং, রোটা. এস.এম. আলাউদ্দিন (পরাগ), সভাপতি, রোটারি ক্লাব অব পাবনা।
এছাড়াও ইয়ুথ লিডারশিপ এর ওপর আলোচনা উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার নাজমা রহমান, শাহীন আলী, ইঞ্জিনিয়ার রায়হান রকি, আতিকুজ্জামান পরাগ, এস. এম মুস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রবিন, ইঞ্জিনিয়ার কাওসার আলী, এম এ এইচ রাফসান জানি প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আরটিএন. প্রফেসর ড. আবু সাঈদ নুরুল ইসলাম, প্রধান উপদেষ্টা, রোটারেক্ট ক্লাব অফ রাজশাহী কলেজ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, রোটারেক্ট ক্লাব অব মেট্রোপলিটন এর উপদেষ্টা রোটারিয়ান আনজুমান্দ বানু।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক রোটারেক্ট ক্লাবের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি রোটারেক্টর ও উপস্থিত শিক্ষার্থীদের ক্যারিয়ারের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।