ধূমকেতু প্রতিবেদক : ‘বিনিয়োগে অগ্রাধিকার-কন্যাশিশুর অধিকার’ এই স্লোগানে এবারের জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ উৎযাপিত হচ্ছে এর ধারাবাহিকতায় রোববার (৭ অক্টোবর) লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এর সহযোগিতায় নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে লফস ঘোরামারাস্থ কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতায় ২০জন শিশু শিক্ষার্থী অংশ গ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিদের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার অনুষ্ঠানে লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, প্রশিক্ষক রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিযোগিদের মধ্যে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী ইসরাত জাহান আস্থা ১ম স্থান, মসজিদ মিশন একাডেমী এন্ড স্কুল এন্ড কলেজ এর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তারেক ইবনে সুয়াইদ ২য় স্থান, সাবিত্রি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মিথিলা আক্তার ৩য় স্থানসহ সকল অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।