ধূমকেতু প্রতিবেদক : প্রয়াত নাট্যজন গোলাম পাঞ্জাতনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঞ্চকথা থিয়েটারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, থিয়েটারের সভাপতি আব্দুস সালাম খান।
এসময় উপস্থিত ছিলেন, নাট্যজন মাহমুদ সরকার নান্নু, সাবেক জেলা শিল্পকলা একাডেমীর কালচারালার অফিসার আব্দুর রশিদ, উপদেষ্টা দৈনিক সোনার দেশ ও সমকাল পত্রিকার ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক ফজলুল বারী রনি।
আরও উপস্থিত ছিলেন, নাট্য কর্মী শঙ্কর কুমার ধার, ডা: আতিকুল্লাহ হাফিজ জিলানী, মমিনুল ইসলাম বজলু, আব্দুল বারী বিদ্যুৎ, রাকিবুল হাসান রকিবাজ, মায়া, অনিক ইসলাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনা।