ধূমকেতু প্রতিবেদক : ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ওয়েভ ফাউন্ডেশন বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ পালন করেছে। জেলা প্রশাসকের সম্মেলর কক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলনিক জনাব উম্মে সালমা, ওয়েভ ফাউন্ডেশন এর প্রকল্প সমন্বয়কারী শাহেদ জামাল, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প কর্মকর্তা আতিয়া তানসিমা।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পরিবারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়সমূহে হাত ধোয়ার ব্যবস্থাসহ টয়লেট ও টিউবওয়েল এর রক্ষনা বেক্ষনে প্রতিষ্ঠানে এর পাশাপাশি সামাজিক উদ্যোগ গ্রহণ আবশ্যক।
বক্তাবৃন্দ সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলার গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ ভাগ ডায়রিয়া, ৫০ ভাগ খাদ্য সংশ্লিষ্ট রোগ, ২১ ভাগ শ্বাস প্রশ্বাস রোগ প্রতিরোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতি ৫ টি শিশুর মধ্যে ১ টি শিশু ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে।