ধূমকেতু প্রতিবেদক : ‘উত্তম সুস্থ্যতা, সমুন্নত মানবাধিকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা বিশ্বের ন্যায় দিনের আলো হিজড়া সংঘ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করে।
বৃহস্পতিবার বসকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ দিবস উপলক্ষে মানবনন্ধন করে অত্র প্রতিষ্ঠানের সদস্য ও অন্যান্য হিজড়া সম্প্রদায়ের জনগণ।
অত্র সংস্থার আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে মানববন্ধনে সভাপতিত্ব করেন দিনে আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাগরীকা খান, সহ-সাধারণ সম্পাদক জয়িতা জুলি, কোষাধ্যক্ষ জুলি, প্রকল্প সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী ও ফিল্ড ফ্যাসিলিটেটর রায়হানুল হকসহ শতাধীক হিজড়া জনগণ।
শেষে তাদের কর্মসংস্থান, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা এবং কারিগরী প্রশিক্ষণসহ স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণের দাবীতে রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।