ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নগর ও জেলা কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় অসক মহানগর কমিটির সভাপতি সালাউদ্দিন মিন্টুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির পরিচালক এবং রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি দৈনিক নববাণী পত্রিকার প্রধান সম্পাদক, গোলাম মোস্তফা জেমস্।
প্রধান আলোচক ছিলেন, আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক, আসক ফাউন্ডেশনের নগর কমিটির প্রধান উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি এম সাইদুর রহমান।
পথসভায় বক্তব্য দেন, অসক মহানগর কমিটির সাধারণ সম্পাদক, মানবাধিকারকর্মী আইয়ুব আলী তালুকদার, জেলা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, দিনের আলো সংগঠনের সভাপতি মোহনা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তিলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আক্তারুজ্জামান বাবু, রাজষ্টার ইন্টারন্যাশনাল এর নির্বাহী পরিচালক রহমত আলী, বিশিষ্ট আইনজীবি আব্দুল্লাহ্ প্রমুখ।